Logo

ক্যাম্পাস

কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৩৪

কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন ভাতা এবং হল নির্মাণের কাজ শুরুর তিন দাবিতে কাঁথা-বালিশ নিয়ে একক অবস্থান কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শের আলী নামের এক শিক্ষার্থী। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২০ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ কর্মসূচি শুরু করেন তিনি। এসময় শের আলীর সঙ্গে সংহতি জানায় শাখা ছাত্র অধিকার পরিষদ।

তার তিন দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। অস্থায়ী ২টি আবাসিক হল বাণী ভবন ও হাবিবুর রহমান হল নির্মাণ।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় উঠতে লিফটের কাজ শুরু করেছে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আবাসন। অথচ আবাসনের কাজ শুরু না করে উপাচার্যের ভবনে লিফট লাগানো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিলাসিতা।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর